ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন , আমরা বাংলাদেশে বিশেষ কোনো দলকে সমর্থন করি না।আমরা সমর্থন করি আদর্গশনতান্ত্রিক প্রক্রিয়াকে। আমরা তাকিয়ে আছি আসন্ন নির্বাচনের দিকে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার একথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্বল্প ও দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবে। দূতাবাস সারাদেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে। তিনি আরও বলেন,আমরা চাই সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে। সবাই যেন নির্বাচনী প্রচারনায় সমান সুযোগ পায়। সভা সমাবেশের সুযোগ পায়।