ব্যারিস্টার আবু সায়েমঃ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষনা কালে ভূল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ শেখ হাসিনার।
পর্ব-১:
১।। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের শ্লোগান ছিলো “ভুলত্রুটি ক্ষমা চাই, নৌকা মার্কায় ভোট চাই।”
জনগণ ক্ষমা করেছিলো, আওয়ামী লীগকে ভোট দিয়ে খন্দক কেটে কুমীর এনেছিলো। বাকিটুকু ইতিহাস।
২।। ২৯শে ডিসেম্বর ২০১২ সালে দলীয় কাউন্সিলে শেখ হাসিনা নিজের ভুলত্রুটির জন্য নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছিলেন।
আওয়ামী লীগাররা তাকে শুধু ক্ষমাই করেনি, তার সকল অপকর্মে গাঁটছড়া বেঁধে তাকে রক্তচোষা মানবী বানিয়ে ছেড়েছে। বাকিটুকু ইতিহাস।
৩।। ২০১৭ সালের ৯ই নভেম্বর বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, “প্রতিহিংসামূলক বৈরী আচরণের পরও আমি তাকে (শেখ হাসিনা) ক্ষমা করে দিয়েছি।” ইতোপূর্বে ২০১৩ সালের অক্টোবর মাসেও ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশনের এক অনুষ্ঠানে তিনি শেখ হাসিনার প্রতি তাঁর নি:শর্ত ক্ষমার কথা উচ্চারণ করেন।
বাকিটুকু ইতিহাস। উগ্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ও ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করতে শেখ হাসিনার অনুগত আদালত কালের নিষ্ঠুর-নিকৃষ্টতম এক রায় ঘোষণা করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলার সে রায়ে ৮ই ফেব্রুয়ারী ২০১৮ সালে কারাগারে প্রেরণ করা হয় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে। আইনে সকল সুযোগ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তাঁর জামিন হয়নি। পরিতাপের বিষয়, বিএনপির কর্ণধারকে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত জেলখানার নির্জন একটি কক্ষে ফেলে রাখা হয়েছে আজ দশ মাসেরও ওপর।
পর্ব-২:
ক) ১৮ই ডিসেম্বর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার সময় শেখ হাসিনা বলেছেন, “আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।”
খ) দেখা যাচ্ছে, ভুলত্রুটির জন্য অতীতে বহুবার ক্ষমা চেয়েছেন ও পারও পেয়েছেন শেখ হাসিনা। জনগণ তাকে ক্ষমা করেছে, করেছে দলীয় নেতাকর্মীরা এবং ক্ষমা করে দিয়েছেন তার প্রতিহিংসার নির্মম শিকার স্বয়ং বেগম খালেদা জিয়া।
গ) কিন্তু বিগত দশ বছর যাবত শেখ হাসিনা ও আওয়ামী লীগ যা যা করেছে এবং এখনো করে চলেছে, সবই কি শুধু ‘ভুল’?
* বিডিআর বিদ্রোহের আড়ালে ৫৭জন দেশপ্রেমিক সেনাকর্মকর্তাকে খুন করা কি শুধুই ‘ভুল’?
* ১০ বছরে দেশ থেকে ৬ লক্ষ কোটি টাকা পাচার করা কি শুধুই ‘ভুল’?
* শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ৫ হাজার কোটি টাকা লুট করা কি শুধুই ‘ভুল’?
* স্কুলছাত্রী তনুর ধর্ষন ও হত্যার বিচার না করা কি শুধুই ‘ভুল’?
* প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করতে করতে বিশ্বজিতকে মেরে ফেলা কি শুধুই ‘ভুল’?
* সাগর-রুনির হত্যাকাণ্ড ও বেডরুমের নিরাপত্তা দিতে অস্বীকার করা কি শুধুই ‘ভুল’?
* কাঁটাতারের বেড়ার ওপর বাংলাদেশের হৃদয়সম ফেলানীর ঝুলন্ত লাশের দৃশ্য হজম করা কি শুধুই ‘ভুল’?
* রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্যাংকের ১০১ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া কি শুধুই ‘ভুল’?
* জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকা লুট করা কি শুধুই ‘ভুল’?
* ডেসটিনি কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর ৪ হাজার কোটি টাকা মেরে খাওয়া কি শুধুই ‘ভুল’?
* সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের ৩ হাজার কোটি টাকা আত্মসাত করা কি শুধুই ‘ভুল’?
* কেন্দ্রীয় ব্যাংকের গোপন ভল্টে জমা থাকা সোনার তামা বনে যাওয়া কি শুধুই ‘ভুল’?
* শাপলা চত্বরে হাজার হাজার হেফাজতকর্মীকে পাখির মতো গুলি করে মারা কি শুধুই ‘ভুল’?
* নাস্তিকদের উস্কানিতে নিরপরাধ তৌহিদী জনতার ওপর আঘাত করা কি শুধুই ‘ভুল’?
* পদ্মা সেতুকে ঘিরে শেখ পরিবারের দুর্নীতির মহাযজ্ঞ কি শুধুই ‘ভুল’?
* নারায়নগন্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনা কি শুধুই ‘ভুল’?
* নাটোরের উপজেলা চেয়ারম্যান বাবুকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় পিটিয়ে হত্যা করা কি শুধুই ‘ভুল’?
* উৎসবের মতো করে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ করে দেওয়া কি শুধুই ‘ভুল’?
* তথাকথিত ট্রানজিটের নামে বিনা শুল্কে বাংলাদেশের বুক চিরে প্রতিবেশী দেশের যানবাহন চলতে দেওয়া কি শুধুই ‘ভুল’?
* ভারতীয় পণ্যবাহী ট্রাকের চলাচল সহজ করতে প্রবহমান তিতাস নদীকে বাঁধ দিয়ে মেরে ফেলা কি শুধুই ‘ভুল’?
* সুন্দরবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা কি শুধুই ‘ভুল’?
* সর্বশেষ ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টনসহ বড়পুকুরিয়া কয়লা খনি থেকে শত শত কোটি টাকার কয়লা গায়েব করে ফেলা কি শুধুই ‘ভুল’?
* ভিন্নমত দমনের উদ্দেশ্যে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও পীস টিভি বন্ধ করে দেওয়া কি শুধুই ‘ভুল’?
* সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও তাদের বসতভিটা দখল করা কি শুধুই ‘ভুল’?
* সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া কি শুধুই ‘ভুল’?
* ৫ই জানুয়ারীর একতরফা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করা কি শুধুই ‘ভুল’?
* ক্রসফায়ারের নামে জনি, বাপ্পী, মিলনসহ বিএনপি ও ২০-দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা কি শুধুই ‘ভুল’?
* ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ কয়েক হাজার নেতাকর্মীকে গুম করা কি শুধুই ‘ভুল’?
* বিএনপির রাজনীতি নির্মূলের লক্ষ্যে নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন ও তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দায়ের করা কি শুধুই ‘ভুল’?
* কোটাসংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কাড্যারদের ভয়াবহ নির্যাতন, হাতুড়ি দিয়ে পেটানো ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা কি শুধুই ‘ভুল’?
* সংসদ ও মন্ত্রীপরিষদ দিব্যি বহাল রেখে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালানো কি শুধুই ‘ভুল’?
* বিএনপি ও ঐক্যফ্রন্টের গণসংযোগে হামলা, নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি, প্রার্থীদের হয়রানি, নেতাকর্মীদের মারধোর ও নির্বিচারে গ্রেপ্তার করা কি শুধুই ‘ভুল’?
* অন্যায় ও অনৈতিকভাবে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও আদালতকে প্রভাবিত করে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের প্রার্থীতা বাতিল করানো কি শুধুই ‘ভুল’?
* বেগম খালেদা জিয়াকে তাঁর বহুল স্মৃতিবিজড়িত শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে জোরপূর্বক এক বস্ত্রে বের করে দেওয়া কি শুধুই ‘ভুল’?
* দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়া, তার বিরুদ্ধে সত্তরেরও অধিক মামলা ঠুকে রাখা ও ২১শে আগস্ট মামলার রায়ে তাকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা কি শুধুই ‘ভুল’?
* বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে সর্বাধিক আসনে বিজয়ী সাংসদ, সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিচারিক তামাশার মাধ্যমে দীর্ঘ দশ মাসেরও ওপর কারাগারে অন্তরীণ করে রাখা কি শুধুই ‘ভুল’?
* বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দানুযায়ী চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা কি শুধুই ‘ভুল’?
এমন উদাহরণ আছে আরও হাজারটি। এগুলো কি শুধুই ‘ভুল’? অবশ্যই নয়। এগুলো ভয়ংকর অপরাধ, মানবতাবিরোধী অপরাধ। সাফ কথা, ভুলের ক্ষমা হতে পারে, হয়েছেও। কিন্তু অপরাধের কোন ক্ষমা নেই। আমরা যদি শেখ হাসিনাকে আবার ক্ষমা করি, তাহলে ৫৭জন দেশপ্রেমিক সেনকর্মকর্তা, তনু, জনি, বাপ্পী, মিলন, নুরুসহ খুন-গুম-জখম হওয়া হাজার হাজার নেতাকর্মী, বিশ্বজিত, সাগর-রুনি, ফেলানী, ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারিতে পথে বসে যাওয়া লক্ষ লক্ষ যুবক-যুবতী, তরুণ-তরুণী ও তাদের পরিবার-পরিজনরা আমাদেরকে কখনো ক্ষমা করবে না।
আমরা জানি, নির্বাচন এলেই শেখ হাসিনা ভড়ং ধরে। হাতে তসবিহ, মাথায় পট্টি, মুখে ধর্মের বাণী! কথায় কথায় চোখের পানিতে তার বুক ভাসে। উঠতে বসতে ক্ষমা চান তিনি ও তার দল আওয়ামী লীগ। এসবই ভাঁওতাবাজি।
শেখ হাসিনা অপরাধী। তার কোন ক্ষমা নেই, থাকতে পারে না।।
————————
ব্যারিস্টার আবু সায়েম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা।