DMCA.com Protection Status
title=""

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্তুতি অত্যন্ত চমৎকার: আইজিপি জাবেদ পাটোয়ারী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলার প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে সর্বোত্তম ও চমৎকার রয়েছে।’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে, সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

 

আইজিপি বলেন, ‘আমরা মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। আমাদের সর্বশেষ অবস্থা-পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা কমিশনের সঙ্গে মতবিনিময় করেছি।’

পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘এটি একটি অবাস্তব কথা। শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও যে অভিযোগ এরকম কিছু আমাদের কাছে নেই। আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

আইজিপির সঙ্গে অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত ছিলেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!