ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রশাসন একতরফা থাকলে সেটার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গত ২১ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের এক হিন্দুবাড়িতে আগুন লেগেছে শর্ট সার্কিটের ফলে, যা পত্রিকায় দেখেছি। কিন্তু এসে শুনতেছি ওই ঘটনায় আমাদের নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। এটা তো ঠিক নয়। আমাদের ঠাকুরগাঁওয়ে বিএনপির এমন কোনো নেতা নেই যে এই ধরনের কাজ করবে। প্রশাসনকে বলি- আপনার এই আগুনের সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসুন। একতরফা হয়ে কোনো কাজ করবেন না।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইলে এক পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এই নির্বাচন করছি সন্ত্রাসকে দূর করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আমাদের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য। সরকার যতোই চেষ্টা করুক পুলিশ-র্যাব দিয়ে জনগণকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে। কিন্তু জনগণই তা হতে দেবে না।
তিনি আরও বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে জনগণ আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেবে। কারণ এবার জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে, খালেদা জিয়াকে মুক্ত করবে।