ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন গুণী পরিচালক, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন। রবিবার বেলা ১১টার দিকে জামালপুরে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জামালপুর হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ হয়। আমজাদ হোসেনে জানাজায় অংশ নেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা, স্থানীয় রাজজনৈতিক, সাংস্কৃতি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জামালপুরের সর্বস্তরের মানুষ।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
নভেম্বরের মাঝামাঝি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। তখন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৭ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে নিউরো সার্জন ডা. টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।