ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যেকোনো সময় রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ বাতিল হবে বলে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সুযোগ ও সময় পেলেই আমরা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ তুলে দেব।’
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
সার্ক কালচারাল সোসাইটি কর্তৃক দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ ও ভারতের গণ-মানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটিতে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।
গোলটেবিল বৈঠকে ড. আব্দুর রাজ্জাক বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্যই আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ।
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা উচিত নয় মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বলেছি, বিবিসিতেও বলেছি, আমি কোনো দিনও বিশ্বাস করিনা ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত। এটা আমাদের কৌশল। আমরা সুযোগ পেলে, সময় পেলে মরা ইনশাহ অাল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেবো।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা আমাদের কৌশল, আমরা সুযোগ পেলে, সময় পেলে ইনশাআল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেব।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ’৭৫ এর পরে যুবসমাজকে বিভ্রান্ত করেছিল। দীর্ঘ প্রায় ২১ বছর ক্ষমতায় থেকে তারা তিলে তিলে সুকৌশলে দেশকে ধ্বংস করার পায়তারা করছিল। সামরিক, বেসামরিক, স্বৈরাচাররা ক্ষমতায় থেকে দেশকে শেষ করে দিতে চেয়েছিল। একটি অসাম্প্রদায়িক গণতন্ত্রকে ধ্বংস করার পায়তারা তারা করেছিল।’
মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেষ্টা করেছিল মন্তব্য করে তিনি বলেন, ‘অনেক কষ্ট করে দেশকে ওই ধ্বংস যজ্ঞ থেকে ফিরিয়ে আনতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, অনেক সময় লাগছে। আমরা এখন অনেক উন্নতি করেছি। সারা পৃথীবি জানে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমরা এ ঊন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই, অব্যহত থাক।’
গোলটেবিল বৈঠকটিতে আরও অংশগ্রহণ করেন ভারত থেকে আসা পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্পাদক শ্রী প্রীতম ঘোষ, সমাজকর্মী শ্রী অজয় দত্ত ও শিলাদিত্য দেব।