ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঋণ খেলাপির অভিযোগ তুলে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) এর প্রার্থীতা স্থগিত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
ফারুকের প্রার্থীতা স্থগিতের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন তিনি| বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আগামীকাল বুধবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
আন্দালিভ রহমান পার্থের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছেন, আকবর হোসেন পাঠান বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে তার ঋণ পুনঃতফসিল না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আরপিওর বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাই ফারুকের প্রার্থীতা স্থগিত চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।