ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রংপুর-৪ আসনের পীরগাছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ভোটার মমেনা বেগম জানান, আমি দুপুরে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়াই। এ সময় ভেতর থেকে কয়েকটা ছেলে এসে বলে, ‘চাচি তোমরা বাড়িত যাও। তোমার ভোট হয়া গেইচে। তখন আমি বলি, তোমার কেমন করি জাইনলেন, আমার ভোট হয়ে গেচে। তখন ছেলেগুলো বলে, তোমরা বেশি কথা কন না তো, বাড়ি যাও। আমি বাড়ি চলে আসি।’
তিনি বলেন, ‘কিছুক্ষণ পর ছেলেগুলা এসে আমাকে আবার ভ্যানোত করি কেন্দ্রত নিয়া যায়। তারপর আঙুলের মাথায় কালি দিয়া বলে তোমরা এ্যলা বাড়ি যাও। ফ্যাদলা পারেন না। আমি বাড়ি আসি চিৎকার চেঁচামেচি করি, মোর ভোট ক্যান ওমরা দিল। তখন পাশের বাড়ির একজন আওয়ামী লীগের ন্যাতা আসি হামাক ৫০০ টাকা দিয়া কয়, বাহে তোমরা আর চিৎকার করেন না তো।’
এই মহিলা ভোটার জানান, বিষয়গুলা হামার ভালো লাগে নাই। মুই ওমার ট্যাকা ওমাক ঘুড়ি দেওয়ার জন্য খুইজবার নইচ্চম।’
এ দিকে বদরগঞ্জ চৌধুরীপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটার রাবেয়া বেগম জানান, পরপর দুইবার আমি নম্বর নিয়ে বুথে গেছিলাম। কিন্তু আমি ভোট দিতে পারিনি।