ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ৩০ ডিসেম্বর কোন ভোট হয়নি, হয়েছে ভোট ডাকাতি । সবাই যদি ঐক্যবদ্ধ থাকে সরকার পদত্যাগের ও সুযোগ পাবেনা। যে প্রশাসন ও পুলিশ ভোট চুরি করেছে তাদের ইনশা আল্লাহ হাত কাটা যাবে। ফেরাউন-নমরুদ যেমন টিকে থাকতে পারেনি, শেখ হাসিনা ও টিকে থাকতে পারবেনা।
শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে ‘ধানের শীষে’ ভোট দেয়ার অপরাধে ধর্ষণের শিকার চার সন্তানের জননীকে দেখেতে গিয়ে এ মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, আজ আইন বিচার প্রশাসন পুলিশ নেই। ভোটের আগ পর্যন্ত তাকে জননেত্রী বলেছিলাম ভোটের পর থেকে সে জননেত্রী নয়।
ধর্ষিত নারীকে দেখে এসে নোয়াখালীর মাইজদী আইনজীবী সমিতি মিলনায়তনে ঐক্যফ্রন্ট আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য দেন কাদের সিদ্দিকী। নোয়াখালী আনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আঃ রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি ঐ্যফ্রন্ট নেতা আসম আঃ রব, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকট জাকারিয়া,অ্যাডভোকেট আঃ রহিম।