DMCA.com Protection Status
title="৭

আওয়ামী লীগের সঙ্গে গেলে জামায়াতও তেঁতুল হুজুরের মতো মিষ্টি হয়ে যাবে: মেজর(অবঃ)হাফিজ(ভিডিও সহ)

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ,বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ,বীর বিক্রম বলেছেন, জামায়াতে ইসলামী তাদের নিজেদের রাজনীতি করে, বিএনপির রাজনীতি করে না। তবে আওয়ামী লীগের সঙ্গে গেলে যেমন রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায়, তেঁতুল হুজুরও মিষ্টি হুজুর হয়ে যায়, তেমনি জামায়াতও একসময় মিষ্টি হয়ে যাবে।

একটি বেসরকারি টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাতকারে মেজর হাফিজ আরো বলেন, আমরা একটি নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটে আওয়ামী লীগের কারচুপিটা ভেরি ওয়েল প্ল্যান। আমার মনে হয় ৩ বছর ধরে তারা পরিকল্পনা করেছিলো। বড়দিন উৎসবের সময় নির্বাচন, যার ফলে বিদেশীরা কেউ আসেনি। আওয়ামী লীগ আগেই বুঝে গিয়েছিলো কিছু না পেলেও বিএনপি নির্বাচনে আসবে।

সবশেষে এই নির্বাচনের কারচুপিতে জনগণ যাতে ক্ষুব্ধ না হয়, সেজন্য খুব শিগগিরই উপজেলা নির্বাচনের পরিকল্পনা নিয়েছে। কূট বুদ্ধির খেলায় তারা অনেক এগিয়ে গিয়েছে। আন্তর্জাতিক ষঢ়যন্ত্রের মাধ্যমে তারা অধিষ্ঠিত হয়েছে। ভোট কারচুপির বিশ্ব রেকর্ড করেও জয়ী হয়েছে তারা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কেবল মাত্র রাজনৈতিক দলের কাজ ও দায়িত্ব নয়, এটা প্রতিটি মানুষের দায়িত্ব।

জামায়াত ইসলামী সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অনেকেই আওয়ামী লীগে যোগদান করেছে। তাদের সঙ্গে যোগদান করে তেঁতুল থেকে মিষ্টিতে রূপান্তরিত হবে। তবে বিএনপির একা পথ চলাই ভালো। আমাদেরও ভুল ভ্রান্তি থাকতে পারে। সেটি সমালোচনা করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে এগুতে হবে। এতোবড় ভোট ডাকাতির পরে আমরা নিশ্চই জাতিসংঘের কাছে যেতে পারি। এই ভোটের কারচুপিতে প্রার্থীকে কিছুই করতে হয়নি। যা করার আইনশৃঙ্খলা বাহিনীই করে দিয়েছে বলে জানান তিনি। 

সাক্ষাতকারের ভিডিও দেখুনঃ

https://youtu.be/CxzDIIY4k4Y

Share this post

scroll to top
error: Content is protected !!