অন্য শিল্পী বা তারকারা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে চাইছেন তখন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি এই সংগীতশিল্পীর বরাবরই একটা অনীহা ছিল। ভক্ত ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে ন্যান্সির। সেখানে তার কাজের হালনাগাদ তথ্যও তুলে ধরতেন। তবে সাম্প্রতিক সময়ে ফেসবুক তার কাছে বিরক্তির বলে মনে হয়েছে।
আর তাই গতকাল বৃহস্পতিবার থেকে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ প্রসঙ্গে বলেন, ফেসবুকে সময় অপচয় হয়। প্রাইভেসিও থাকে না। তাই বিদায় নিলাম।’
দুই মেয়ে ও স্বামীকে নিয়ে ন্যান্সি স্থায়ীভাবে ময়মনসিংহ থাকেন। এর আগে তার স্বামীর সাথে আলাদা থাকছেন বলে গণমাধ্যমে খবর বেড়িয়েছিল। তবে এখন স্বামীর সাথেই থাকছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই শিল্পী।
২০১১ সালের মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।