ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপির বিদেশ বিষয়ক 'ফরেইন অ্যাফেয়ার্স কমিটি' পুনর্গঠন করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার নতুন এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নবগঠিত কমিটির এক সদস্য।
গত ১৭ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগের কমিটি ভেঙে দেয়া হয়। পুনর্গঠিত এ কমিটিতে আগের কমিটির প্রায় সব সদস্যই আছেন। এছাড়া নতুন কয়েকজনকে এ কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইতোমধ্যে কমিটির নির্বাচিত সদস্যদের চিঠি দিয়ে জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালউদ্দিন, তাবিথ আউয়াল, জেবা খান, ইয়াসির খান চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, আমি চিঠি পেয়েছি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কমিটির চেয়ারম্যান।