ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের কারণে অবিলম্বে নতুন নির্বাচন ও অবিলম্বে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের ১৮ জন প্রভাবশালী সদস্য ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফেডরিকা মোগারিনীর কাছে আবেদন জানিয়েছেন ইইউর পক্ষে।
বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানানো হয়।
জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, স্বাধীন সংস্থার অধীনে নির্বাচনের অনিয়মগুলো তদন্ত করা এবং বেগম খালেদা জিয়াকে মুক্তির আবেদনের পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের দমন, নিপীড়ন বন্ধের দাবি তোলা হয়।