ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ ফরিদপুর সদর আসনের অবৈধ এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুইজারল্যান্ডকে উন্নত দেশ মনে করা হলেও বিশ্বের অন্যান্য দেশ এখন সুইজারল্যান্ড নয় বরং বাংলাদেশ হতে চায়। কারণ, বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
বুধবার দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) ২০১৮-১৯ এর নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি সবকিছু ভেবেচিন্তে দেশ পরিচালনা করছেন। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন তিনি। সে লক্ষেই আমাদের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শান্তিপূর্ণভাবে রুকসু নির্বাচন আয়োজনে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে দেশে আগামীর নেতৃত্ব তৈরি হয়। আজকে যারা ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করছে, আগামীতে তারাই দেশের নেতৃত্ব দেবে।
রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোশার্রফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিব-ই-মিল্লাত, ডিসি উম্মে সালমা তানজিয়া ও এসপি জাকির হোসেন খান।
উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন, রুকসুর নবনির্বাচিত ভিপি নূর হোসেন মারুফ, জিএস আসিফ ইমতিয়াজ সজল, ছাত্রী মিলনায়তন সম্পাদক রাবেয়া আক্তার বৃষ্টি প্রমুখ।