DMCA.com Protection Status
title="৭

জাতীয় ঐক্যফ্রন্টের অনেকেই হাসিনা সরকারের পয়সা নিয়েছে: কর্নেল অলি আহমদ,বীর বিক্রম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন,জাতীয় ঐক্যফ্রন্ট তথা  ড. কামাল হোসেনের সঙ্গে যারা আছেন তাদের অনেকেই হাসিনা সরকারের কাছ থেকে পয়সা নিয়েছেন। কোন বাসায় বসে পয়সা নিয়েছেন, কে নেগোশিয়েট করেছেন- সেসব তথ্য আমার কাছে আছে। ২০ দলীয় ঐক্যজোটেরও অনেকে পয়সা নিয়েছেন। তা না হলে এভাবে শুধু আমাদের ওপর নির্যাতন হতো না।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, আজ পুলিশ দেশ চালাচ্ছে। তারা এমপি-মন্ত্রীদের কথাও আর শুনছে না। কারণ পুলিশ বলে, তোরা এমপি হস নাই। এমপি তো আমরা তোদের বানিয়েছি, জনগণ তো তোদের এমপি বানায়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও রাতে ভোট দিচ্ছে। এ অবস্থা থেকে অবশ্যই আমাদের মুক্ত হতে হবে। এজন্য সাহসী লোকের প্রয়োজন। সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের যে অধিকার, যেটা হরণ হয়েছে সেটা পুনরুদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। এখানে অমুকের দ্বারস্থ, তমুকের দ্বারস্থ হলে হবে না। নিজের যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে ঐক্যবদ্ধভাবে।

এলডিপি সভাপতি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আগামী এক বছরের মধ্যে এ সরকারকে নির্বাচন দিতে আমরা বাধ্য করতে পারব। এটা কঠিন কাজ নয়। ১৫০/১৬০ জন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে সংগ্রাম করলে, অচিরেই এ দেশে পুনরায় নির্বাচন অসম্ভব নয়।

অলি আহমদ বলেন, ১৯বার মৃত্যুর সম্মুখীন হয়েছি। এখনও বেঁচে আছি। নিশ্চয়ই কোনো কাজ আল্লাহ আমাকে দিয়ে করাবেন। সেই অপেক্ষায় আছি।

এলডিপি মহাসচিব ড. রোদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম বীর প্রতীক, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, বিএনপি নেতা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, গোলাম মাওলা রনি প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!