DMCA.com Protection Status
title=""

নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা অনেক বেড়েছেঃ হেলালুদ্দীন আহমেদ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ একাদশ জাতীয় সংসদ  ও উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওপর মানুষের আস্থা অনেক বেড়েছে বলে দাবি করেছেন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমেদ।

শনিবার সকালে বান্দরবানের লামা উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে অনুদানের অর্থ বিতরণের সময় ইসি সচিব একথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হন।’

‘এখন থেকে যে সকল কর্মকর্তা-কর্মচারি ও নিরাপত্তা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবেন কমিশন তাদের আর্থিক সহায়তা দেবে।’

বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ ইসি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!