DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিঃ৩৩ বারেও জমা হলো না তদন্ত প্রতিবেদন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া ৩৩ বারের মতো পেছালো। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দিতে না পারায় ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহছান চৌধুরী আগামী ২১ মে পরবর্তী তারিখ ধার্য করেন।

আদালত সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধক কর্মকর্তার সহকারী ইসহাক এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ২০১৬ সালের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

 

Share this post

scroll to top
error: Content is protected !!