DMCA.com Protection Status
title=""

সংসদে গিয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরতে চাইঃ বিএনপির এমপি হারুনুর রশীদ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। তাই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেওয়ার জন্য এলাকার জনগণের চাপ রয়েছে। বললেন বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব মো. হারুনুর রশীদ। 

 

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

 

হারুনুর রশিদ বলেন, আমি সংসদে গিয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরতে চাই। 

 

তিনি বলেন, এলাকাবাসী আমাকে চাপ দিচ্ছে। তারা বলছে, সারা দেশে কী হয়েছে, সেটা আপনার দেখার বিষয় নয়, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এখন সংসদে গিয়ে জনগণের কথা বলবেন। 

 

তবে হারুনুর রশিদ আরও বলেন, দল এখনও অনুমতি না দেয়ায় শপথ নেয়া যাচ্ছে না।   

 

এর আগে চাঁপাইনবাবঞ্জ-২ (নাচোল-ভোলারহাট-গোমস্তাপুর) আসন থেকে বিজয়ী বিএনপি নেতা আমিনুল হক জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে জানান, শপথ না নিলে তিনি আর এলাকায় যেতে পারবেন না। তাকে এলাকার লোকজন মারবে।

Share this post

scroll to top
error: Content is protected !!