ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন না হলে গণতন্ত্র মজবুত রাখা যাবে না, অব্যাহতও রাখা যাবে না। সরকারের কাছে জনগনের সব প্রত্যাশা পূরণ হলে, ভোট দেওয়ার প্রবণতা কমে যায়। কারণ সরকার পরিবর্তনের আর তখন আর প্রয়োজন পড়ে না।
মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার থেকে তিন সপ্তাহব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-ইর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
নির্বাচন কমিশন সচিব আরও বলেন, কোনো ভোটারের তথ্য সংগ্রহ যেনো বাদ না পড়ে। কারণ বাদ পড়া ব্যক্তি আদালতের আশ্রয় নেন। এতে করে নির্বাচন স্থগিত করতে হয়। তথ্য সংগ্রহকারীদের ভুলে যেনো কেউ বাদ না পড়েন।