DMCA.com Protection Status
title="৭

ঢাকায় এখন আর কোনো ছিনতাইকারী নেই: ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজধানীতে এখন আর কোনো ছিনতাইকারী নেই বলে ঈদ উপলক্ষে ঢাকাবাসী সবাই রাত-দিন কেনাকাটা করে নিশ্চিন্তে বাসায় ফিরছেন—এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া।

২২ মে, বুধবার দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে দুস্থদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, উপকমিশনার (মতিঝিল বিভাগ) আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘এখন আর চুরি নেই ঢাকা শহরে। রমজান শুরুর পর কোথাও একটি চুরির ঘটনাও ঘটেনি। এ ছাড়া ডাকাতি, ছিনতাইয়ের কোনো ঘটনাও ঘটেনি। ছিনতাই পার্টি, মলম পার্টি, মাইক্রো পার্টি—কোনোটাই নেই। ঢাকা শহরে কোনো পার্টি নেই। সকলকে ধরে জেলে পাঠানো হয়েছে। গভীর রাত ধরে লোকজন কেনাকাটা করছে। কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটছে না। মার্কেটগুলোতে যেমন নিরাপত্তা দেওয়া হচ্ছে। সড়কেও পুলিশের টহল পার্টি কাজ করছে। গোয়েন্দারা সাদা পোশাকে নজরদারি করছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন হয়েছে। একইভাবে মাদক দমন করা হচ্ছে। ঢাকা শহরে মাদকও নেই। কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তাকে দড়ি লাগিয়ে আইনের আওতায় আনা হবে। কেউ মাদকের ব্যবসা করে রেহাই পাবে না।’

ঈদের নিরাপত্তা নিয়ে কমিশনার বলেন, ‘আমরা বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানুষ ঈদের সময় নির্বিঘ্নে শান্তিতে বাড়িতে ফিরতে পারবে আবার শান্তিমত ঢাকায় ফিরে আসবে।’

আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কেউ জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই দেবেন না। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেবেন। পাড়ায়-মহল্লায় গোয়েন্দাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ আগে খবরদারি করত। এখন সেটা বন্ধ হয়েছে। কেউ অন্যায় করে রেহাই পাবে না। পুলিশ আপনাদের সহযোগিতায় রয়েছে সবসময়। ভালো সেবা দিয়ে যাতে আস্থা অর্জন করতে পারি, সেই কাজটি করা হচ্ছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!