DMCA.com Protection Status
title="৭

বিচার বিভাগ স্বাধীন হলে খালেদা জিয়াকে ১৪মাস কেন ,১৪দিনও জেলে রাখা যেত নাঃ গয়েস্বর রায়।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকে বিচার বিভাগ যদি স্বাধীন হতো, তাহলে বিবেকতাড়িত হতো। খালেদা জিয়াকে ১৪ মাস নয়, ১৪ দিনও জেলে রাখতে পারতো না।’

 

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাঁতীদল এই আয়োজন করেছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি ধরে নিলাম উনার (খালেদা জিয়া) সাজা হয়েছে। এরকম সাজাপ্রাপ্ত লোকের সংখ্যা বাংলাদেশে হাজার-হাজার। তারা জামিনে মুক্ত, কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না কেনো? এই পেক্ষাপট ও বর্তমান অবস্থাটা বুঝতে হবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পার্লামেন্টে যেতে চাপ আছে। চাপের চেয়ে লোভ বেশি। এদের একজন কি বলেছে, খালেদা জিয়ার মুক্তি না হলে আমরা পার্লামেন্টে যাবো না। তাহলে তাদের কাছে পার্লামেন্ট জরুরি, খালেদা জিয়ার মুক্তি জরুরি না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘‘লন্ডনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তারেককে বেশি বাড়াবাড়ি না করতে বলো। তাহলে, কিন্তু তার মাকে আর ছাড়বো না।’ তার মানে ছাড়ার মালিক শেখ হাসিনা। এটা কি আদালত অবমাননা না? আদালত কি শেখ হাসিনাকে ডাকছে, জিজ্ঞেস করেছে?’’

আলোচনা সভায় জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!