ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হত্যাকান্ডের ঘটনাটি জাতিসংঘকে দেখতে হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতেই হবে।
বৃহস্পতিবার ইস্তানম্বুলে এক সংবাদ সম্মেলনে এরদোগান আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে মুরসির মৃত্যুর ঘটনাটির আলোকপাত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
এরদোগান বলেন, আমি বিশ্বাস করি মুরসির সন্দেহজনক হত্যা জাতিসংঘ এজেন্ডা হিসেবে উত্থাপন করবে এবং তার হত্যাকারীদের শাস্তির আওতায় আনবে।
মুরসি মিশরীয় মুসলিম ব্রাদার হুডের নেতা ও মিসরের ইতিহাসে ২০১২ সালের নির্বাচনে প্রথম স্বাধীন প্রেসিডেন্ট।
২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক নির্বাচনে মুরসি জয়লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন।
এক পর্যায়ে ২০১৩ সালে তৎকালীন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।
মুরসির মৃত্যুর পর মানবাধিকার সংস্থা ও স্বাধীন পর্যবেক্ষক বলছে, মুরসির বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার মৃত্যু সন্দেহজনক ।