ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশী অনলাইন পোর্টালগুলোকে রেজিস্ট্রেশন করতেই হবে বলে জানিয়েছেন অবৈধ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অতি সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, আমরা বাংলাদেশের অনলাইন পোর্টাল গুলোকে রেজিস্ট্রেশনের আবেদনের জন্য ৩০শে জুলাই,২০১৯ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এরপর তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বৈধ এবং অনুমোদিত অনলাইন পত্রিকার তালিকা প্রকাশ করব।
তিনি বলেন, প্রথমে শুনেছিলাম তিন হাজার আবেদন জমা পড়েছে। এরপর আবার নাকি আরও পাঁচ হাজার জমা পড়েছে। আমরা হয়তো আর এক সপ্তাহ বা ১০ দিন সময় বাড়াব। কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতেই হবে।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া কঠিন। ভারত আমাদের সর্ব বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে কিন্তু স্বার্থ আদায়ে আমরা একচুলও ছাড় দিইনি।