ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবৈধ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কেউই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। তবে নয়নের ক্রশফায়ারের বিষয়ে যেটি হয়েছে, সেটি ছিল আমাদের আত্মরক্ষার স্বার্থে।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। তবে নয়নের বিষয়ে যেটি হয়েছে, সেটি ছিল আত্মরক্ষার স্বার্থে।
নয়ন বন্ড একদিনে হয়নি তাকে কেউ না কেউ বানিয়েছে এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটিরও তদন্ত চলছে। আমরাও বের করতে চাই, কারা তাকে এমন বানিয়েছিল।
ঘুষ লেনদেনের ঘটনায় আলোচিত দুদক পরিচালক এনামুল বাছিরের বিষয়ে মন্ত্রী বলেন, দুদকের কর্মকর্তা বাছিরের বিরুদ্ধেও তদন্ত চলছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেমনটি নেয়া হয়েছিল ডিআইজি মিজানের বিরুদ্ধে। ডিআইজিকেও তদন্তের পর আইনের আওতায় আনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের মানুষও আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।