ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাতীয় পার্টিতে এরশাদের বিকল্প কেউ নেই এবং তার অভাব কখনও পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে বিদিশা এরশাদ বলেছেন, উনার (এরশাদ) জন্যই আজকের আমি।
সদ্য প্রয়াত সাবেক স্বৈরশাসক এরশাদ সম্পর্কে তিনি বলেন, আমি তার হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। আবার হয়তো ফিরব। আমি জাতীয় পার্টিতে ফিরলে চেষ্টা করবো বিএনপিকে ভেঙ্গে তাদের নেতাদের দলে নিয়ে আসার। বিএনপি তো শেষ। তাই বিএনপির নেতারা এখন দলহারা। তাদের ভালো নেতা কর্মীদের সক্রিয় করতে পারলে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আরও ভালো ভূমিকা পালন করতে পারবে।
আজ সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির (জাপা) সভাপতি, সাবেক রাষ্ট্রপতি, মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, এরশাদ সাহেব তার ভাইক জিএম কাদেরকে তার জায়গায় বসিয়েছেন, আমি এটিকে স্বাগত জানাই। আশা করবো উনিও এরশাদ সাহেবের মত সারাদেশ ঘুরবেন, সব নেতাকর্মীদের মূল্যায়ন করবেন।