DMCA.com Protection Status
title="শোকাহত

ডেঙ্গুবাহী এডিস এলিট শ্রেণির মশা,বাংলাদেশ উন্নত হচ্ছে তাই এখানে এসেছে: স্বপন ভট্টাচার্য।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশ যতো উন্নত হবে মানুষের সমস্যা ততো বাড়বে। যে দেশ যতো উন্নত হচ্ছে সে দেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এডিস এলিট শ্রেণির একটি মশা। এ মশা এখন সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নত দেশ হতে যাচ্ছে। তাই এখন দেশে ডেঙ্গু এসেছে।' 

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) আয়োজিত একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এসব কথা বলেন।

মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, তত নানা রোগে আক্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন এলজিআরডি প্রতিমন্ত্রী।
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাপার্ডের পরিচালক (প্রশাসন) ড. আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মাহামুদুন্নবী, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Share this post

scroll to top
error: Content is protected !!