DMCA.com Protection Status
title=""

এবার বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানালেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়াস ইন্সটিটিউটে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলার স্বরণে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

এদিকে বেগম খালেদা জিয়াকে মুক্তির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে ওমর ফারুক বলেন, বিদেশিদের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চক্রান্ত বিএনপি-জামায়াতের রাজনীতির মতোই পরাজিত হবে।

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, দেশ যখন এগিয়ে চলেছে উন্নয়নের নৌকায় পাল তুলে। তখন বিএনপি-জামায়াত জোট তাদের ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। হত্যাকারীরা সফল হলে বাংলাদেশ কালো ছায়ায় ঢেকে যাবে। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিহত করতে হবে সব দুরভিসন্ধি আর চক্রান্ত।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের উত্থান হয়েছিলো। বিএনপির প্রতক্ষ্য মদদেই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছিলো। এরই ধারাবাহিকতায় ছিলো ২১ আগস্টের গ্রেনেড হামলা। তাই চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।

Share this post

error: Content is protected !!