ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তাকে সেনাপ্রধান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মস্ত বড় ভুল করেছিলেন বলে মন্তব্য করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ।
তিনি বলেন, সেনাবাহিনীর মধ্য থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আর আমি তখন ছিলাম সেনাপ্রধান। বঙ্গবন্ধু একটা মস্ত বড় ভুল করেছিলেন, সেটা হচ্ছে আমাকে সেনাপ্রধান করে আর জিয়াউর রহমানকে উপপ্রধান করে।
তিনি আরও বলেন, আমি কিন্তু সেনাপ্রধান হতে চাইনি। জেনারেল ওসমানী ৫ এপ্রিল আমায় ডেকে বললেন, ‘তুমি আর্মি টেক ওভার করো।’ আমি বললাম, আমার সিনিয়র আছে। আমার তিনজন সিনিয়রের নাম বললাম। কর্নেল রব, দত্ত ও জিয়াউর রহমান। আমরা একই ব্যাচের হলেও জিয়াউর রহমান আমার চেয়ে ১ নম্বরের সিনিয়র ছিলেন।
তখন আমি বললাম, এটা ঠিক হবে না। আমি বললাম, স্যার, এ সময়ে কী কাজটা করা ঠিক হবে? আমাদের মধ্যে তো একটা দ্বন্দ্ব তৈরি হবে। অফিসিয়াল সিদ্ধান্ত হোক আর যাইহোক, এটা ঠিক হচ্ছে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।