DMCA.com Protection Status
title=""

শেখ হাসিনার জীবদ্দশাতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ করবে ছাত্রলীগঃ শোভন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, “বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করছেন। জননেত্রীকে কথা দিতে চাই, তিনি জীবিত থাকা অবস্থায়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।”

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন শোভন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। 

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সৈনিকদের সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। তোমাদেরকে সঙ্গে দিয়ে জননেত্রী শেখ হাসিনা ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফজলুল হক আশিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ বিভিন্ন উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

Share this post

scroll to top
error: Content is protected !!