DMCA.com Protection Status
title="৭

আসামের অবৈধ নাগরিকদের গ্রহণে আপত্তি নেই : শাহরিয়ার কবির

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী বুদ্ধিজীবি এবং ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ইন্দিরা-মুজিব মৈত্রী চুক্তির পর যদি কেউ বাংলাদেশ থেকে  ভারতে যায়, তবে সে অবশ্যই সে দেশের অবৈধ নাগরিক। তাদের  গ্রহণ করতে বাংলাদেশের আপত্তি নেই। এমনকি ২০০১ সালের পরও ৫০ হাজারের মতো বাংলাদেশী ভারতে গেছে। তাদের সঙ্গে যোগাযোগ আছে আমার। তারা অনেকেই ভারতের নাগরিকত্ব চায়।

ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালকে তিন পর্বে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন শাহরিয়ার কবির।

বাংলাদেশে রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে ঘাদানিক নেতা বলেন,  জামায়াত রোহিঙ্গাদের যেভাবে জিহাদিকীকরণ করছে, সেটি অবহেলার কোনো সুযোগ নেই। রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হলে গোটা দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নেমে আসবে। এটি বাংলাদেশ-মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি অবশ্যই আন্তর্জাতিক ইস্যু। ১০০ জনে একজন রোহিঙ্গাকে জঙ্গি বানাতে পারলে বছরে ১৫ হাজার জঙ্গি হবে।

ঘাদানিক নেতা আরও বলেন, রোহিঙ্গাদের ক্ষোভ কাজে লাগিয়ে জামায়াত তাদের সশস্ত্র করে তুলবে। জামায়াত বোঝাতে চাইছে জিহাদ করে মিয়ানমার দখল করতে হবে। এজন্য তোমাকে প্রশিক্ষণ নিতে হবে। জামায়াতের জিহাদ মানে ইসলাম। আর ইসলাম মানে মৌলবাদ। এটিই তারা প্রমাণ করতে চাইছে।

Share this post

scroll to top
error: Content is protected !!