DMCA.com Protection Status
title="৭

কোন ক্ষমতাবলে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে ডাকসু?????

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অতি সম্প্রতি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষনা করেছে।

 অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিতে হুট করে সিদ্ধান্ত নেয়ার কোন কারন আমরা খুজে পাচ্ছি না।  

তাই হটকারী সিদ্ধান্তের কারন জানতে ডাকসুর কাছে কয়েকটি প্রশ্ন রাখছিঃ

১।  ডাকসু কোন ক্ষমতাবলে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল?

২। কে তাদের এই ক্ষমতা দিয়েছে?

৩। দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে কয়টি  তা কি এরা জানে? দেশে কি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ?

৪। বাংলাদেশের বর্তমান সংবিধান কি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে? যদি না করে থাকে তাহলে এরা কোন নতুন সংবিধান আবিষ্কার করল?

৫। এরা কি অনেক জ্ঞানী না কি না বুঝে একাজ করেছে ?

৬। পৃথিবীর কোন জায়গায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ এরা জানে?

৭। এরা কি রাষ্ট্রর ভিতরে আরেকটি রাষ্ট্র বানাতে চায় না কি?

৮। ডাকসু কি মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে?

৯। কাউকে নিষিদ্ধ করতে হলে সুনির্দিষ্টভাবে নামসহ বলতে হয়। এভাবে আ’ম ঘোষণায় কাউকে নিষিদ্ধ করা যায়?

দেখা যাক এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলে? তবে আইনী লড়াইয়ের জন্য এটা
খুবই উপযুক্ত একটি বিষয়।

Share this post

scroll to top
error: Content is protected !!