DMCA.com Protection Status
title="শোকাহত

রংপুরে নির্বাচনী প্রচারনা কালে সড়ক দুর্ঘটনায় আহত মির্জা ফখরুল।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রংপুরে নির্বাচনী প্রচারনায় এসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রংপুরে এই ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানের নির্বাচনী প্রচাণায় অংশ নেয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুর্ঘটনায় পড়েন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আমরা রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলাম। আমাদের বহনকরা ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে যান। ফলে তার হাতের তালু ফেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তার হাতে কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে জানা যায়।

হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।

Share this post

scroll to top
error: Content is protected !!