DMCA.com Protection Status
title=""

আবরারের খুনীদের পক্ষাবলম্বন করায় বিএনপি পন্থি আইনজীবি মোর্শেদা খাতুন শিল্পী বহিষ্কৃত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে যারা হত্যা করেছে তাদের আইনজীবী হিসেবে কোর্টে দাঁড়িয়েছিলেন এই আইনজীবী। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি ওঠে।

Share this post

scroll to top
error: Content is protected !!