ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
বৃহস্পতিবার ছাত্রদলের শীর্ষ দুই নেতা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন।
ছাত্রদল সভাপতি খোকন তার জিডির আবেদনে লেখেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা বিবাদীরা তার ফেসবুক আইডি হ্যাক করছে।’
অপরদিকে প্রায় একই রকম জিডির আবেদনে সাধারণ সম্পাদক শ্যামল লেখেন, ‘গত ১৫ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা বিবাদীরা তার ফেসবুক আইডি হ্যাক করছে।’ ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ‘ভবিষ্যতের জন্য’ জিডি করছেন বলে তাদের আবেদনে উল্লেখ করেছেন।
যোগাযোগ করা হলে ছাত্রদল সভাপতি খোকন বলেন, ‘আমাদের কমিটি হওয়ার দিন থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার ও শ্যামলের (সাধারণ সম্পাদক) ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। সেই সাথে আমাদের নামে আরও ২০/২৫টি ফেক আইডি খুলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এমন প্রেক্ষিতে আমরা জিডি করেছি।’
তিনি বলেন, ‘হ্যাক হওয়ার পর বর্তমানে আমাদের কোনো ফেসবুক আইডি নেই। আমাদের নামে খোলা আইডি ভেবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’
এই প্রতিবেদকের বরাত থেকে জানা যায়, ছাত্রদল সভাপতি খোকনের আইডিটি এখন একজন মডেল ও টিভি অভিনেত্রির নাম ও ছবি দিয়ে চালানো হচ্ছে।ঐ আইডিতে সংযুক্ত থাকা সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে ঐআইডি থেকে বিযুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান বগুড়ার খোকন ও নরসিংদীর শ্যামল।