DMCA.com Protection Status
title="শোকাহত

সরকার বিরোধী বিক্ষোভে ইমরান খানকেই পূর্ন সমর্থন দিলো পাক সেনাবাহিনী।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী হাজার হাজার মানুষের বিক্ষোভকালে দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা নির্বাচিত ও সংবিধানসম্মত ইমরান খানের সরকারকেই সমর্থন করে।  বিশেষ কোন দলকে নয়।

চলতি সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলকে সামরিক বাহিনীর মুখপাত্র আসিফ গফুর এ কথা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে দেশটির বিরোধী দলগুলি একসঙ্গে বিক্ষোভে নেমেছে। ইমরান খানকে পদত্যাগ করতে শুক্রবার বিরোধীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

ইমরান খানকে হটাতে দেশটির জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে গত বুধবার লাহোর থেকে শুরু হয় ‘আজাদি মার্চ’।

আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

ইমরান খান সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে এই মিছিল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। মিছিলে হাজার হাজার জনতা অংশ গ্রহণ করে।

শুক্রবার কয়েক হাজার মানুষের জমায়েতে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) সভাপতি শেহবাজ শরিফ বলেন, এই ভুয়া সরকারকে উৎখাতের সময় এসেছে।  প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত আমরা ইমরান খানকে শান্তিতে থাকতে দেব না।

Share this post

scroll to top
error: Content is protected !!