ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুানালের সদ্য অপসারিত সরকারী প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, আমার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। অথচ আমাকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমি যদি মুখ খুলি তাহলে ট্রাইব্যুালের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে।আমি প্রধানমন্ত্রী বরাবরে সব কিছুই জানাবো।
এদিকে গনমাধ্যমে প্রকাশিত তুরিন আফরোজের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সোমবার তিনি বলেন, আমি এরকম করে কথা বলিনি।বলেছি,আমাকে অপসারন করা হয়েছে বলে আমি কি এখন প্রেস কনফারেন্স করবো নাকি? যুদ্ধ করবো নাকি? আমি কি মুখ খুলবো? মুখ খুললে তো অনেক কথাই বলা যাবে। এটাই বলেছি।