ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল নিয়ে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধ প্রজন্ম এবং জনতা সংহতি । হাজার হাজার নেতাকর্মীর শ্লোগান আর পদচারণায় প্রকম্পিত হয়ে উঠেছে গোটা রাজপথ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হয়।মিছিলে নেতৃত্ব দিচ্ছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ , চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ কেন্দ্রীয় নেতারা । মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।
এরইমধ্যে মিছিলটি হাইকোর্টের দ্বিতীয় গেটে গিয়ে অবস্থান নিয়েছে। হাইকোর্ট থেকেও বিএনপিপন্থি আইনজীবীসহ অনেকেই মিছিলে যোগ দিয়েছেন। এর ফলে হাইকোট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আশপাশের সড়কগুলোতে অবরুদ্ধ হয়ে পড়েছে।
মিছিলে নেতাকর্মীরা এক কণ্ঠে আওয়াজ তুলেছেন- ‘জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিতে হবে’, ‘বেগম জিয়া ভয় নাই, দেশের মানুষ তোমার সাথে’, ‘শেখ হাসিনা গদি ছাড়ো ছাড়তে হবে’।
শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপুর্ন এই প্রতিবাদ কর্মসূচিতে বিনা উষ্কানীতে পুলিশ বাধা দিলে ছাত্রদল কর্মীদের সাথে তাদের
সংঘর্ষ শুরু হয়।