ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তথাকথিত একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর দৈনিক সংগ্রামের অফিসে ব্যপক ভাংচুর করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের পক্ষ থেকে পত্রিকা কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়। পরে দৈনিক সংগ্রামের সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল আসাদ,বীর প্রতিককে পুলিশের হাতে তুলে দেয় তারা। এছাড়া পত্রিকার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয় তালা।
শুক্রবার বিকাল থেকে সংগঠনটি মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের কার্যালয়ে অবস্থান নেয়। এসময় পত্রিকাটির কয়েকটি কপি আগুনে পোড়ানো হয়। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষুব্ধরা দৈনিকটির সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলার মাধ্যমে তারা দেশের শহীদদের অবমাননা করেছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা চাই সরকারিভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। আমরা পত্রিকার মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।’
পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পত্রিকাটি বন্ধ ও এর সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
সংগ্রাম সম্পাদক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর আদালতেঃ
দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় এ মামলাটি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব তালুকদার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতে তাঁর রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। তবে কতদিনের রিমান্ড আবেদন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি।
৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে আবুল আসাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।