DMCA.com Protection Status
title="শোকাহত

ভারত ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকেঃ আবদুল মোমেন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে অবৈধ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু ভারত কখনই করবে না। কারন ভারত ভালো থাকলেই, বাংলাদেশ ভালো থাকে। 

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের কথা দিয়েছে,তারা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। কারণ, ভারত ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকে। সেখানে অশান্তি হলে, বাংলাদেশেও অশান্তি দেখা দেয়।

অপর এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ভারতে অবৈধ কোনো বাংলাদেশী থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।

এ সময় সিলেট এমসি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে মোমেন বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে জানতে হবে, জানাতে হবে। তিনি বিশ্বের অনন্য এক নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।" 

তিনি আরও বলেন, আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপন হবে। বঙ্গবন্ধুকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে নানা কর্মসূচির পালন করবে।

এ সময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!