DMCA.com Protection Status
title=""

মাদকের প্রভাব কমাতে বাংলাদেশে মদ-বিয়ার সহজলভ্য করতে হবে: ইন্জিনিয়ার মোশাররফ হোসেন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশে মাদকের ব্যপক প্রভাব কমাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো বাংলাদেশেও ড্রিংক, বিয়ার ইত্যাদি সহজলভ্য করার কথা বলেছেন গণপূর্ত মন্ত্রণালয় স'ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী  এবং আওয়ামী লীগের অবৈধ এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, চীন একটি আফিমখোরের দেশ ছিল। আফিম খেয়ে চীনের লোকজন দিনের পর দিন ঘুমিয়ে থাকত। সেখান থেকে মাও সেতুং টেনে নিয়ে চীনকে আজকে কোথায় নিয়ে গেছেন। আমরাও পারব মাদককে রুখে দিয়ে সোনার বাংলা গড়তে।  মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো বাংলাদেশেও ড্রিংক, বিয়ার সহজলভ্য করে তুলতে হবে।  তাহলেই মাদকের এই ভয়াবহ প্রভাব কমে যাবে।

অনুষ্ঠান শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেলুন ও পায়রা উড়িয়ে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী' উদ্বোধন করেন। এরপর তিনি মা'দকের কুফল সংবলিত ডিজিটাল প্রচারণা কার্যক্রম ও হটলাইন সেবার উদ্বোধন করেন। হটলাইন নম্বর হচ্ছে- ০১৯০৮ ৮৮৮৮৮৮।

Share this post

error: Content is protected !!