ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তথাকথিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালিদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার বিষয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, ‘সরকারের রোষানলে সর্বোচ্চ আদালতেও জামিন পান না খালেদা জিয়া। সরকারের ইচ্ছায় খালেদার সাজা হয়েছে আর অন্যায় ভাবে জেলখানায় থাকতে হচ্ছে।’
তিনি আরও বলেন, পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়ারর সঠিক চিকিৎসা হচ্ছে না। যদি পিজিতে ভালো চিকিৎসাই হতো তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও ওবায়দুল কাদের সহ সরকারের হোমড়া চোমড়ােরা চিকিৎসা নিতে বিদেশে করা যান কেন?
উল্লেখ্য গেল বছরের ডিসেম্বরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ।
জামিন আবেদন খারিজ করা ছাড়াও আদালত রায়ের অবজারবেশনে বলেছেন,খালেদা জিয়াকে পিজি হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে, তিনি যদি সম্মতি দেন তাহলে তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্টও দেয়া হবে।