DMCA.com Protection Status
title=""

স্বাধীনতা বিরোধীদের নামযুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে :ড. দীপু মনি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবৈধ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নামের সঙ্গে বিতর্কিত কিংবা স্বাধীনতাবিরোধী কোন ব্যক্তির নামের সম্পৃক্ততা রয়েছে, সেই সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজকের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মোছা. শামীমা আক্তার খানমের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন প্রতিষ্ঠানে এখনও বিতর্কিত ব্যক্তিদের নাম রয়েছে। এসময় সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

Share this post

error: Content is protected !!