ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সম্প্রতি ডিবিসি টিভির ‘ভারত কেন সীমান্ত চুক্তি মানছেনা’ টকশো অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দিল্লীতে যারা পররাষ্ট্র নীতি তৈরী করেছে তারা বুঝতে পারছে না। ৭১ এর পর থেকে এটি ইস্ট পাকিস্তান নয় এটা বাংলাদেশ।
যার কারণে সী’মান্তে মানুষ হত্যা বন্ধে জিরো টলারেন্স চুক্তি করা হলেও সেটি তারা মানছে না। প্রতিনিয়ত তারা মানুষ হত্যা করছে, ধর্মের নামে বিভিন্ন হত্যাযজ্ঞ চালাচ্ছে।
তিনি বলেন,অথচ ভারতের মানুষদের আমরা আমাদের নাগরিক হিসাবেই মনে করি। অন্য ধর্মের মানুষ হিসেবে দেখিনা।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য শান্তি দরকার প্রতিবেশি দেশ এবং বিশ্বের সঙ্গে, তবে প্রতিবেশিদের নিরাপত্তার প্রতি বেশি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।