DMCA.com Protection Status
title="শোকাহত

আজ খালেদা জিয়া মুক্ত থাকলে বাংলাদেশ এত নতজানু হতো না: আসিফ নজরুল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

গেল সপ্তাহে ফেসবুক পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, খালেদা জিয়ার বন্দিত্বের দু’বছর পূরণ হলো। এক অর্থে বাংলাদেশও বন্দি আজ বহু বছর ধরে।

‘তিনি যদি আজ মুক্ত থাকতেন বাংলাদেশ বন্দি থাকত না, থাকত না এতটা দুর্বল আর নতজানু হয়ে।’

ঢাবির এ অধ্যাপক আরও বলেন, এ দেশে লক্ষ কোটি টাকা লোপাট আর পাচার হয়। বহু চোর থাকে মহাদাপটে। জিয়ার নামে ট্রাস্টে দু’কোটি টাকা বেড়ে চার-পাঁচ কোটি টাকা হয়েছে। তবু খালেদা জিয়া শাস্তি পেয়েছেন। সেটিও মূলত তার কর্মকর্তাদের গাফিলতি আর ভুলের কারণে।

তিনি বলেন, এক টাকাও আত্নসাৎ করেননি খালেদা জিয়া। তবু তার নামে অপপ্রচার হয় এতিমের টাকা মেরে দেয়ার। কিন্তু কোনো অপপ্রচার মুছতে পারবে না তার অতুলনীয় জনপ্রিয়তা, মুছে দিতে পারবে না তার আত্মত্যাগ।

‘বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ কখনও ভুল বুঝবে না আপনাকে।’

Share this post

scroll to top
error: Content is protected !!