DMCA.com Protection Status
title="৭

এবার সড়ক নির্মাণ শিখতে বিদেশ যাচ্ছেন সিডিএর ১৩ কর্মকর্তা !

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ‘নর্থ-সাউথ সড়ক নির্মাণ’ প্রকল্পের প্রশিক্ষণের জন্য আমেরিকা-কানাডা যেতে চান প্রকল্প সংশ্লিষ্ট ১৩ কর্মকর্তা। এই ১৩ জনের মধ্যে সাতজনেরই প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে কোনো সংশ্লিষ্টতা নেই।

এই সড়কটির দৈর্ঘ্য মাত্র আড়াই কিলোমিটার। আড়াই কিলোমিটার নতুন সড়ক নির্মাণের জন্য ১৩ কর্মকর্তার বিদেশ ভ্রমনের বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছে পরিকল্পনা কমিশনও।

এ সড়ক নির্মাণের প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের খরচ ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা। কাগজে-কলমে প্রশিক্ষণ ব্যয় লেখা থাকলেও আদতে এটাকে বিদেশ ভ্রমণই বলছেন সিডিএর কর্মকর্তারা।

ডিপিপি অনুযায়ী, বিদেশ সফরের জন্য ইউরোপ, কানাডা ও আমেরিকাকে নির্ধারণ করা হয়েছে। ‘প্রশিক্ষণ’ নিতে যাবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুজন এবং পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কার্যক্রম বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), অর্থ বিভাগ ও একনেকের একজন করে মোট সাতজন প্রতিনিধি।

আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর প্রতিনিধি রাখা হয়েছে ছয়জন। জনপ্রতি খরচ হবে ১৫ লাখ টাকা।

Share this post

scroll to top
error: Content is protected !!