ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো বলে জানিয়েছেন অবৈধ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে হাসিনা সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, যে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ইতিমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাথে সম্পৃক্ত আরো ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনাভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।