DMCA.com Protection Status
title="৭

বাংলা, ইংরেজী ও হিজরির মতো আজ থেকে চালু হলো ‘মুজিব বর্ষ’ ক্যালেন্ডার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  এবার  বাংলা, ইংরেজি ও হিজরি'র মতো ‘ মুজিব বর্ষ ‘ নামে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার চালু করা হচ্ছে আজ ১৭ই মার্চ থেকে। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের দিন থেকে এই ক্যালেন্ডারের যাত্রা শুরু ।

গতকাল বিকেলে সচিবালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন এই ক্যালেন্ডার উদ্বোধন করেছেন শ্রম সচিব কে এম আলী আজম।

'মুজিববর্ষ' ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথমদিন হবে ১৭ মার্চ।  আর ১৭ মার্চ থেকে এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত

প্রথম মাসের নাম হবে 'স্বাধীনতা'।

এভাবে ক্রমানুযায়ী দ্বিতীয় মাসের নাম শপথ,

তৃতীয় মাসের নাম বেতারযুদ্ধ,

চতুর্থ মাসের নাম যুদ্ধ,

পঞ্চম মাসের নাম শোক,

ষষ্ঠ মাসের নাম কৌশলযুদ্ধ,

অষ্টম মাসের নাম ভাষা,

নবম মাসের নাম নবযাত্রা,

দশম মাসের নাম ফিরে আসা, ১১তম মাসের নাম বিজয় ও

১২তম মাসের নাম রাখা হয়েছে জেলহত্যা।

শ্রম সচিব বলেছেন, লিপ ইয়ারের কারনে ৪ বছর পর এই ক্যালেন্ডারের তারিখে গরমিল হতে পারে। তবে এই ত্রুটি সংশোধন হয়ে যাবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে ইতিহাস রচিত হলো বলে মনে করে শ্রম মন্ত্রনালয়।

Share this post

scroll to top
error: Content is protected !!