DMCA.com Protection Status
title="৭

করোনাভাইরাস টেস্টিং কিট আবিষ্কার করেছে গণস্বাস্থ্য কেন্দ্রঃ খরচ জনপ্রতি মাত্র ২০০টাকা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অত্যন্ত আশাব্যঞ্জক খবর এই যে,ভয়াবহ  করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টিং কিট ‘আবিষ্কার’ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।  এই পরীক্ষা করতে খরচ পড়বে জনপ্রতি মাত্র ২০০ টাকা।

গতকাল মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, ওষুধ বিভাগের মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে এই কিট অচিরেই বাজারে আনা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গণস্বাস্থ্য ও সিঙ্গাপুরের একটি দলের যৌথ প্রচেষ্টায় এই কিট তৈরি করা করেছে।

তিনি বলেন, আমরা আশা করি এটি আমাদের দেশে টেস্টিং কিটের সংকট কমাতে সহায়তা করবে।

আইইডিসিআরের কাছে এই কিট আছে মাত্র ১৭০০ পিস, যা সরবরাহ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share this post

scroll to top
error: Content is protected !!