ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত সার্ক জরুরি তহবিলে ১৫ লক্ষ মার্কিন ডলার দেবে বাংলাদেশ। অবৈধ হাসিনা সরকারের এক পদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইউএনবি।
সরকারের ওই উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশও এই তহবিলে অবদান রাখার প্রতিশ্রতি দিয়েছেন।
গত ১৫ মার্চ মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলার জরুরি তহবিল হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ভারতের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেখানে (জরুরি তহবিলে) ১০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রস্তাব দেন তিনি।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সার্ক দেশগুলোর জন্য একটি সমন্বিত কর্মকৌশল ঠিক করতে নরেন্দ্র মোদি এ অঞ্চলের রাজনৈতিক নেতাদের সাথে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন। সেসময় তিনি এ প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানান এবং নরেন্দ্র মোদিসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে এ অঞ্চলে করোনাভাইরাস মোকাবিলায় গঠনমূলক আলোচনা করেন।