DMCA.com Protection Status
title="৭

চাঁদা না দেয়ায় করোনা হাসপাতালের কাজ বন্ধ করে দিলো আওয়ামী কাউন্সিলর শফি।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নিজস্ব জমিতে জরুরী ভিত্তিতে ৩০১ শয্যা বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করছিল দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। তবে সেই হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফির নেতৃত্বে তার লোকজন।

গতকাল শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, চাঁদা না দেয়ায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন শফি। শনিবার (২৮ মার্চ) রাত নাগাদ এই হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এমন অভিযোগ করেন।

তার বক্তব্য মতে, ‘শফি সাহেবকে পয়সা দিই নাই। টাকা না দেয়া ছাড়া আর কী কারণ থাকতে পারে? এসব কেন করে ওরা? কাউন্সিলর শফি একটা ভালো কাজে বাধা দিল কেন? সব জায়গায় কোনো কন্সট্রাকশন করতে হলে এলাকার মাস্তানকে পয়সা দিতে হয়, আমরা কোনোটাই দিই নাই।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এছাড়া সরকারকে ক্ষতি করছে এই কাউন্সিলরের লোকজন। এই কাউন্সিলর লোকজন নিয়ে এসে, আমরা হাসপাতাল বানাব, হামলা করে লোকজনকে আহত করে চলে গেছে। তারা বলছে, এখানে কোনো করোনার হাসপাতাল বানানো যাবে না। তাদের হামলায় প্রায় ৩০ জনের মতো আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে বাড়ি চলে গেছে ভয়ে। কেউ কাজ করবে না।’

ডা. জাফরুল্লাহ তার অভিযোগে বলেন, ‘এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। আমরা এখন বসে আছি। উনারা কী করেন? উনারা যদি স্বপ্রণোদিত হয়ে শফির কোনো ব্যবস্থা করেন, তবে আমরা হাসপাতাল করব, নইলে করব না। আমরা তো সরকারের কাজটাকে এগিয়ে দিচ্ছিলাম।’

Share this post

scroll to top
error: Content is protected !!